করোনার মহামারি তারপরই বন্যার ভয়াবহতা। তীব্র ক্ষতির সম্মুখীন দেশের কৃষি ক্ষেত্র। এ প্রেক্ষাপটে সরকার কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে বন্যাদুর্গত ৩৭ জেলায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণের জন্য ১০ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৬৮৫ টাকার প্রণোদনা দিচ্ছে। ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় উক্ত জেলার জেলা প্রশাসক ও কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতির অনুকূলে প্রণোদনার অর্থ বরাদ্দ দিয়েছে।
সরকারী প্রণোদনার অর্থ যে সব জেলাগুলো পাচ্ছে সে গুলো হলোঃ
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল,
কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা,
কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া,
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ,
রাজশাহী, নওগাঁ,
চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ,
রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, কুষ্টিয়া,
ফরিদপুর, মাদারীপুর,
গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুর জেলা।