কলাপাড়া ছাত্র সমাজের উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষন, শারিরীক নিযাতন ও
বিবস্ত্র করে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করায় অপরাধীদের শাস্তির দাবীতে রেলী ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর জলন্ত মোমবাতী হাতে একটি রেলী বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরি পট্টিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন।
কলাপাড়া ছাত্র সমাজের সমন্বয়ক মো: নাজমুল শাকিবের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য রাখেন আল ইমরান, মাশরাফি কামাল সাকিব, মো: শিফাত, মো: ইয়াকুব।
মানববন্ধনে বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে ধর্ষন ও নিযাতনসহ সকল ধর্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।