ঢাকাসোমবার , ৮ আগস্ট ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ড থে‌কে টি‌সি‌বি’র এক হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার।

অনলাইন ডেস্ক
আগস্ট ৮, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গতকাল চট্টগ্রামের মাসুদ স্টোর নামে একটি মুদিদোকানের গুদাম থেকে দ্বিতীয় দফায় এক হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত৷

রোববার রাতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে সয়াবিন তেল উদ্ধার করা হয় সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল বাজারে মাসুদ স্টোরের গুদাম থেকে৷একই দোকান থেকে গতকাল বিকেলে এক হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়৷

ভ্রাম্যমাণ আদালত খোলা বাজারে অবৈধভাবে টিসিবির সয়াবিন তেল বিক্রির দায়ে মাসুদ স্টোরের মালিক মোহাম্মদ মাসুদকে ১ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়৷

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন আর তাঁকে সহযোগিতা করেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) খুরশিদ আলম৷

ইউএনও শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল দোকানটিতে অভিযান চালিয়ে এক হাজার লিটার সয়াবিন তেল উদ্ধারের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মালিককে দণ্ড দেওয়া হয়৷ মাসুদের গুদামে আরও এক হাজার লিটার সয়াবিন তেল আছে বলে তাকে জিজ্ঞাসা করে জানা যায়৷

পরে আবারও অভিযান চালিয়ে এক হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়৷ মাসুদ তেল বোতল থেকে খুলে খোলা বাজারে বিক্রি করছিলেন৷ যদি এ ঘটনায়  টিসিবির কেউ জড়িত থাকে তাঁদেরও আনা হবে আইনের আওতায়৷

এনএস/কেএম (প্রথম আলো)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।