চট্টগ্রামের হাটহাজারীতে আজ (সোমবার) সকালে অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি শিশু পরিবারের ২৫’শ বর্গফুট জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
ঐদিন সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, ফরদাবাদ সরকারি শিশু পরিবারের মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছিলো একটি অসাধু চক্র। অভিযান চালিয়ে স্থাপনাগুলো ভেঙ্গে ২৫’শ বর্গফুট ভূমি দখলমুক্ত করা হয়। ওই ভূমির মূল্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা।
এ অভিযানে সহায়তা করেন হাটহাজারী মডেল থানার পুলিশ, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক আলমগীর, স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।