ঢাকাশনিবার , ১২ অক্টোবর ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

‘হিজবুল্লাহর কৌশলগত সমরাস্ত্র অক্ষত, পাল্টা হামলা সবেমাত্র শুরু’

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১২, ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে লেবাননের হিজবুল্লাহ গত দু’দিনে যেসব পাল্টা হামলা চালিয়েছে সেগুলোকে ওই সংগঠনের একজন সিনিয়র কর্মকর্তা ‘সবেমাত্র শুরু’ বলে বর্ণনা করেছেন।

হিজবুল্লাহ শুক্রবার ইসরাইলের উত্তরাঞ্চলীয় হাইফা, সাফেদ ও আক্কা শহরে বেশ কিছু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যেগুলোর বেশিরভাগই ভূপাতিত করতে ব্যর্থ হয় ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।  এ সম্পর্কে হিজবুল্লাহর গণমাধ্যম অধিদপ্তরের প্রধান হাজি মোহাম্মাদ আফিফ এক বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা ইহুদিবাদী শত্রুকে বলতে চাই যে, তোমরা এখন পর্যন্ত আমাদের সংক্ষমতার সামান্য অংশই দেখতে পেয়েছো।” তিনি আরো বলেন, “হিজবুল্লাহ প্রবল শক্তিশালী অবস্থানে রয়েছে। এটির কৌশলগত সমরাস্ত্রের ভাণ্ডার অক্ষত রয়েছে। এছাড়া, লেবাননের ভূখণ্ড রক্ষা করার জন্য সংগঠনের হাজার হাজার যোদ্ধা আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছেন।”

হিজবুল্লাহর এই কর্মকর্তা বলেন, ইহুদিবাদী ইসরাইল লেবাননের বেসামরিক অবস্থানে একের পর এক বর্বরতা চালাচ্ছে এবং তারা হিজবুল্লাহর অবস্থানকে টার্গেট করার মিথ্যা দাবি করছে।  লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি বর্বরতায় বৈরুতে নিযুক্ত মার্কিন দূতাবাস জড়িত বলে অভিযোগ করেন হাজি আফিফ।

গাজা উপত্যকা ও লেবাননে ইহুদিবাদী অপরাধযজ্ঞ বন্ধ করতে ব্যর্থতার জন্য হিজবুল্লাহর এই কর্মকর্তা জাতিসংঘসহ গোটা আন্তর্জাতিক সমাজকে দায়ী করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।