তাজুল ইসলাম কামরুলঃ আজ (২১ আগষ্ট) শনিবার বিকাল পাঁচটায় ১১ নং ওয়ার্ড, নাথ পাড়া সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্ত উপহারের চাল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি,(সংরক্ষিত আসন-১০) চসিক ওয়ার্ড নাম্বার ১১,২৫,২৬।
১১ নং ওয়ার্ড নাথ পাড়া চাল বিতরণ কালীন সভায় কাউন্সিলর হুরে আরা বলেন, মা বোনদের সাথে আমার নির্বাচনী কথা ছিল প্রধানমন্ত্রীর প্রদত্ত সব রকমের সুযোগ সুবিধা সম-বন্টনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তার জন্য আপনাদের মাঝে আমার আসা,আপনারা আমার সাথে থাকবেন, আমি বার বার আপনাদের মাঝে আসতে চাই। এই চাল গ্রহণে আপনাদের কোন লজ্জার কারন নেই। আপনারা নিঃসংকোচে নিতে পারেন, ইহা রিলিফ কিংবা ভিক্ষা নয়। ইহা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাদের জন্য উপহার পাঠিয়েছেন। আপনারা স্ব-গৌরবের সাথে এই চাল গ্রহণ করতে পারেন।
কাউন্সিলর হুরে আরা বিউটির সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিউটি দেবী, রিপন দাশ – যুগ্ম অর্থ সম্পাদক মহাশশ্মান কমিটি, বিকাশ সাহা-স্বেচ্ছা সেবকলীগ নেতা, নান্টু দেবনাথ- প্রতিনিধি- নাথ পাড়া, বনিক পাড়া, অভিজিত রোহান- সাবেক ছাত্র নেতা সহ প্রমুখ।