ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

৩২-বিট ও ৬৪-বিট কম্পিউটার অপারেটিং সিস্টেমের মাঝে কোনটি ব্যবহার করবেন?

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২০ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

৩২-বিট ও ৬৪-বিট কম্পিউটার অপারেটিং সিস্টেমের মাঝে কোনটি ব্যবহার করবেন?
কম্পিউটারে একটি অপারেটিং সিস্টেম ও বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে প্রায়ই আমাদের চোখের সামনে দুটো শব্দ চলে আসে; ‘৩২-বিট’ ও ‘৬৪-বিট’। ‘বিট’ আসলে আমাদের বহুল পরিচিত ‘কিলোবাইট’, ‘মেগাবাইট’, ‘গিগাবাইট’ এ ধরনের সমস্ত ডিজিটাল স্টোরেজ পরিমাপকগুলোর একক।

তবে তার আগে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। ‘৩২-বিট’ ও ‘৬৪-বিট’ কম্পিউটার প্রসেসর এবং ‘৩২-বিট’ ও ‘৬৪-বিট’ অপারেটিং সিস্টেম কিংবা কোনো সফটওয়্যার এক জিনিস নয়। প্রসেসর, যা আমরা সিপিউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) হিসেবেও চিনি; এর ক্ষেত্রে ‘৩২-বিট’ ও ‘৬৪-বিট’ বলতে প্রসেসিং রেজিস্টারের দৈর্ঘ্যকে বোঝায়। অপরদিকে, কোনো অপারেটিং সিস্টেম কিংবা সফটওয়্যারের বর্ণনায় থাকা ‘৩২-বিট’ ও ‘৬৪-বিট’ পরিমাণগুলো দিয়ে প্রসেসিং রেজিস্টার ব্যবহারের অনুমতিকে বোঝায়।

সহজ ভাষায় বলতে হয়, এই ‘৩২-বিট’ ও ‘৬৪-বিট’ দ্বারা একটি প্রসেসরের গণনা করবার ক্ষমতাকে প্রকাশ করা হয়। বিষয়টি ১০ পৃষ্ঠার একটি খাতার তুলনায় ২০ পৃষ্ঠার খাতায় বেশি পরিমাণে হিসেব করার মতো।

তবে বর্তমানে প্রসেসরগুলো বানানোই হচ্ছে ৬৪-বিট রেজিস্টার সম্পন্ন করে। নব্বইয়ের দশকে ৩২-বিট প্রসেসরগুলোই ছিল জনপ্রিয়তার শীর্ষে। ইন্টেলের পেন্টিয়াম সিরিজ, এএমডি এর প্রথমদিককার সবগুলো প্রসেসরই ৩২-বিট দীর্ঘ রেজিস্টার ব্যবহার করে কাজ করতো। এসকল প্রসেসরের জন্যও মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম হিসেবে ছিলো উইন্ডোজ ৯৫, ৯৮, এক্সপি; যা ছিল ৩২-বিটের।

৩২-বিট প্রসেসর আর ৩২-বিট অপারেটিং সিস্টেম এক জিনিস নয়। একটি ৩২-বিট প্রসেসরে আপনি কখনোই ৬৪-বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন না। ১৯৬১ সালে আইবিএম একটি সুপার কম্পিউটার প্রস্তুত করে, যার রেজিস্টার ৬৪-বিটের।

ঘরে ঘরে ব্যক্তিগত কম্পিউটারে ৬৪-বিট প্রসেসর আসতে আমাদের অপেক্ষা করতে হয় অনেকগুলো বছর। আর এর সাথে তাল মেলাতেই মাইক্রোসফটও প্রযুক্তি বাজারে হাজির হয় উইন্ডোজ এক্সপি-র ৬৪-বিট অপারেটিং সিস্টেমটি নিয়ে। পরবর্তীকালে উইন্ডোজ ভিস্তা, ৭, ৮, ১০ সবগুলো অপারেটিং সিস্টেম ৩২-বিট ও ৬৪-বিট যুগলবন্দী হয়ে উন্মোচিত হতে থাকে।

একটি ৬৪-বিট দীর্ঘ রেজিস্টার সম্পন্ন প্রসেসরে আপনি ৩২-বিট ও ৬৪-বিট উভয় অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। একটি ৬৪-বিট প্রসেসরে যদি ৩২-বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, প্রসেসরটির ক্ষমতার পূর্ণ ব্যবহার করছেন না আপনি।

কোনো ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করার সময় অবশ্যই দেখেছেন, সফটওয়্যারটি ৩২-বিট ও ৬৪-বিট দুই ভার্সনই রয়েছে। আপনার প্রসেসর ও অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করতে হবে।

আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন, আপনার ব্যক্তিগত ব্যবহৃত কম্পিউটারটিতে ঠিক কত বিটের প্রসেসর ও অপারেটিং সিস্টেম রয়েছে।

আগেই বলা হয়েছে, একটি অপারেটিং সিস্টেম কিংবা কোনো সফটওয়্যারে ৩২-বিট ও ৬৪-বিট নির্ধারণের মাধ্যমে, আপনি সফটওয়্যারটিকে অনুমতি প্রদান করছেন; সফটওয়্যারটি চালু হতে অর্থাৎ কম্পিউট করতে গিয়ে আপনার প্রসেসরের কতটুকু লোকেশন ব্যবহারে সক্ষম। সে অনুমতি অনুযায়ী প্রসেসর র‍্যামের লোকেশন বরাদ্দ করবে।

এবার আসা যাক আমাদের ব্যবহৃত প্রসেসরে। একটি ৩২-বিট প্রসেসর মানে হলো, এর মাঝে র‍্যামের লোকেশন ব্যবহারের অনুমতি রয়েছে ২^৩২ = ৪,২৯৪,৯৬৭,২৯৬ বাইট/৪,১৯৪,৩০৪ কিলোটবাইট/৪,০৯৬ মেগাবাইট/৪ গিগাবাইট। আপনি যদি ৩২-বিট একটি অপারেটিং সিস্টেমে ১৬ গিগাবাইট র‍্যামও ব্যবহার করেন, আপনার কোনো উপকারে আসবে না তা। কেননা, র‍্যামের কেবল মাত্র ৪ গিগাবাইট জায়গা আপনার প্রসেসরটি ব্যবহারের অনুমতি পেয়েছে।

৬৪-বিটের হিসেবগুলোও একইভাবে। সহজভাবে ধরে নিন, একটি ৬৪-বিট অপারেটিং সিস্টেমে আপনি ৪ গিগাবাইটের উপরে প্রযুক্তি বাজারে প্রাপ্ত যেকোনো র‍্যাম ব্যবহার করতে পারবেন।

আপনার কম্পিউটারে র‍্যাম যদি ৪ গিগাবাইট অথবা এর কম হয়ে থাকে তাহলেই কেবল ৩২-বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করুন। একটি ৬৪-বিট অপারেটিং সিস্টেমে পর্যাপ্ত র‍্যাম ব্যবহার করে আপনি একই সময়ে একাধিক কাজ করতে পারবেন কম্পিউটারে, প্রোগ্রাম চালু করতে পারবেন, ওয়েব ব্রাউজারে অনেকগুলো ট্যাব খুলতে পারবেন। একই কাজ ৩২-বিট অপারেটিং সিস্টেমে করতে গেলে কাজগুলো ধীরগতির হয়ে যাবে।

কখনো কি ভেবেছেন, নাসা থেকে ১৯৭৭ সালে পাঠানো ভয়েজার-১ স্পেস প্রোবটির জন্য নিয়ন্ত্রণকারী কম্পিউটারটি থেকেও অধিক শক্তিশালী একটি কম্পিউটার আপনার বাসায় রয়েছে, আপনার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে? ব্যক্তিগত এই কম্পিউটারটির ক্ষমতা অসীম, যদি আপনার মস্তিষ্কের দক্ষতায় সঠিকভাবে তা ব্যবহার করতে পারেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।