ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জিইসি মোড় এলাকায় বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৩ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

নগরীর জিইসি মোড় এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাত্রী নিয়ে আসা একটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ জিইসি এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা বাসে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার উপ-পরিদর্শক দীপুল বলেন, ‘৯টা ৫০ মিনিটের দিকে কে কনভেনশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি বিয়ে বাড়ির বাসে আগুন লাগে। আগুন নেভানোর কাজে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে চলে আসে। আনুমানিক ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভানো হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।’ঘটনাস্থলে আসা আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা খান খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, বাসটি গ্যাসচালিত। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি গ্যাসের সিলিন্ডারের সংযোগটি বিছিন্ন করেন। বাসের জানালার কাচ, আসনসহ সবকিছু পুড়ে গেছে।

এ ঘটনায় সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) পংকজ দত্ত বলেন, ‘রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। এই আগুন কারা দিয়েছে তা তদন্ত করা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি টহল আরও জোরদার করা হয়েছে।’ঘটনাস্থলের পাশের দোকানদার মো. শহীদ বলেন, রাত সাড়ে নয়টায় দোকান বন্ধ করে চলে যান। পরে খবর পেয়ে এসে দেখেন দোকানের সামনে থাকা গাড়িতে আগুন লেগেছে।

ঘটনাস্থলে প্রায় আধ ঘণ্টা অবস্থান করেও চালকের খোঁজ পাওয়া যায়নি। পুলিশও চালকের সন্ধান জানাতে পারেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।