ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আলেমদের বন্ধি রেখে ইসলামের অগ্রযাত্রা ঠেকানো যাবে না: বাংলাদেশ খেলাফত মজলিস

অনলাইন ডেস্ক
আগস্ট ১১, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় আহ্বায়ক মুফতি শরাফত হোসাইন বলেছেন, ইসলাম মালিককে বলেছে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দিতে। আর শ্রমিককে বলেছে, মালিকের দেওয়া দায়িত্ব যথাযথ পালন করতে। সুতরাং ইসলামের নির্দেশ পালনে উভয়কে দায়িত্বশীল হতে শ্রমিক মজলিস কাজ করছে। শ্রমিক মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠায় খেলাফত রাষ্ট্রের বিকল্প নেই।
তিনি আরও বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করা যায় না। মানুষ তাদের ভোটের অধিকার পেতে চায়। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক প্রায় ২৭ মাস যাবত কারাগারে বন্দি রয়েছে। আলেমদের বন্ধি রেখে ইসলামের অগ্রযাত্রা ঠেকানো যাবে না। দেশের আলেম সমাজ ও ইসলাম প্রিয় জনতা মামুনুল হক সহ কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তি চায়। মামুনুল হককে কারাগারে রেখে দেশের মানুষ কোনো নির্বাচন হতে দিবে না। তিনি আজ শুক্রবার বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগরীর দাওয়াতী মাহফিল ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা আজিজুর রহমান হেলালের সভাপতিত্বে ও মাওলান শরীফুজ্জামান জসিমের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি নুর মোহাম্মদ আজিজী, , কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা আমানুল্লাহ রায়পুরী, ডা. ডি এম ফরিদ হানাফী, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম। অনুষ্ঠানে মাওলানা শরীফুজ্জামান জসিমকে আহ্বায়ক ও মাওলানা আবু হানীফ নোমানকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ এবং মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরকে আহ্বায়ক ও মুহাম্মদ সাহাবুদ্দিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।