ঢাকামঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

এক কেন্দ্রে ৫৭ জন ভূয়া দাখিল পরীক্ষার্থী, কেন্দ্র সচিব সহ আটক ৫৮!

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর সাপাহারে একটি কেন্দ্রে ৫৭ জন দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রক্সি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সচিবসহ ৫৮ জনকে আটক করেছে প্রশাসন। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রে অভিযান চালান সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন। এ সময় তাদেরকে আটক করা হয়। এর আগে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষায়ও তারা অংশগ্রহণ করেছিল বলে অভিযোগ উঠেছে।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, সরবতুল্লাহ মাদরাসা কেন্দ্র থেকে সচিবসহ ৫৮ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে প্রশাসন। এতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।