ঢাকাশনিবার , ২৫ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কদমতলীতে বখাটেদের কিল-ঘুষিতে প্রাণ গেলো সত্তরোর্ধ বৃদ্ধের

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৩ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কদমতলী থানার রায়েরবাগে মাদকাসক্ত বখাটেদের কিল-ঘুষিতে আব্দুর রহিম খান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের ছেলে রাকিবুল ইসলাম বলেন, রায়েরবাগ মেরাজনগর সি ব্লকে আমাদের নিজস্ব বাড়ি।

জানা গেছে, প্রতিদিন বাসার সামনে ফাঁকা মাঠে এলাকার কিছু যুবক আড্ডা দেয় এবং মাদক সেবন করে। আজ কয়েকজন যুবক বাসার সামনে আড্ডা দিচ্ছিল এবং চিৎকার-চেঁচামেচি করছিল। এক পর্যায়ে তাদের ক্রিকেট খেলার একটি বল আমাদের ঘরের জানালায় এসে লাগে। তখন আমি তাদের অন্য কোথাও খেলতে বলি এবং চেঁচামেচি করতে নিষেধ করি। এরপর তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করতে থাকে।

তিনি আরও বলেন, এ সময় আমার বৃদ্ধ বাবা বাসা থেকে বের হয়ে তাদের বাধা দিলে আব্দুল্লাহ, ইলিয়াছ, সিয়াম নামে তিনজন তার বুকে কিল-ঘুষি মারে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আমার বাবা অচেতন হয়ে পড়েন। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। আমি বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।