মোঃ তাজুল ইসলাম কামরুলঃ আজ ২৬ আগস্ট দক্ষিণ কাট্টলী ১১নং ওয়ার্ডে তাজঘর কালীবাড়ীর সামনের দীর্ঘ কাঁচা রাস্তা পাকাকরণের কাজের উদ্ভোধন করেন চসিক ১১ ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল ও কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি, এ সময় উদ্বোধনীর স্হানে অত্র এলাকার পুরুষ, মহিলা, তরুন যুবকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
উক্ত সময়ে কাউন্সিলর “মোহাম্মদ ইসমাইল” সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তারই সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তাই একজন কর্মী হিসেবে এলাকার কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।
সমাগত জনগণের উদ্দেশ্যে কাউন্সিলর “হুরে আরা বেগম বিউটি”বলেন আমি নির্বাচনের পূর্বে আপনাদের দ্বারে এসেছিলাম,বলেছিলাম আপনারা আমার সঙ্গে থাকলে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ডালা নিয়ে আপনাদের মাঝে আসবো। আপনারা আমার সঙ্গে ছিলেন বলেই আপনাদের মাঝে আমার আসা সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছেন। যার ফলশ্রুতিতে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ উন্নত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আপনাদের এলাকার রাস্তার উন্নয়ন কাজ শুরু হল।
আপনারা সব সময় আমাদের সঙ্গে থাকবেন,
আমরাও চেষ্টা করবো সরকার কতৃক আপনাদের জন্য প্রদত্ত সব রকমের সুযোগ সুবিধা আপনাদের মাঝে পৌঁছে দিতে।
এসময় উপস্থিত জনতা হস্তধ্বনী দিয়ে কাউন্সিলর হুরে আরা বেগম বিউটির বক্তব্যকে স্বাগত জানান।