দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে দেশের ৩০০টি নির্বাচনী আসনের প্রতিটি থেকে গড়ে ১১ জনের বেশি নেতা নৌকা প্রতীক পেতে আবেদন করেছেন। সব মিলিয়ে ৪ দিনে দলটির মনোনয়ন কিনেছেন ৩ হাজার ৩৬২ জন প্রার্থী। আগামী বৃহস্পতিবার দলের মনোনয়ন বোর্ডের সভায় ৩০০টি আসনের জন্য একজন করে প্রার্থী বাছাই করা হবে।
মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন আবেদন বিক্রি ও জমা দেওয়ার নির্ধারিত সময় শেষে দলের দফতর বিভাগ থেকে এই তথ্য জানা গেছে।
আওয়ামী লীগ জানিয়েছে, মঙ্গলবার মনোনয়ন বিক্রির শেষ দিন ৩৪৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। সব মিলিয়ে মোট ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি। ৫০ হাজার টাকা দরে মনোনয়ন বিক্রি বাবদ দল পেয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
এবার অনলাইনেও মনোনয়ন বিক্রি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। অনলাইনের মাধ্যমে ১২১ জন প্রার্থী দলটির মনোনয়ন সংগ্রহ করেছেন বলেও জানানো হয়।
বিভাগীয় পর্যায়ের মনোনয়ন সংগ্রহের পরিসংখ্যানে দেখা গেছে দলটির হয়ে নৌকা প্রতীকে লড়তে সবচেয়ে বেশি ৭৩০টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা বিভাগের প্রার্থীরা। এছাড়া চট্রগ্রামে ৬৫৯, রাজশাহীতে ৪০৯, খুলনায় ৪১৬, রংপুরে ৩০২, ময়মনসিংহে ২৯৫, বরিশালে ২৫৮ এবং সিলেট থেকে ১৭২টি মনোনয়ন আবেদন কেনা হয়েছে।