ঢাকাশুক্রবার , ২৮ জুলাই ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম নগরীতে পুলিশের সাথে জামাতের ধাওয়া-পাল্টা ধাওয়া, ১০ জন আটক

চট্টগ্রাম প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীতে পুলিশের সাথে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে কমপক্ষে ১০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুইটার দিকে আগ্রাবাদ চৌমুহনী মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে পৌনে দুইটার দিকে আগ্রাবাদ মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে চৌমুহনীর দিকে আসে।
এতে শতাধিক জামায়াত নেতাকর্মী অংশ নেয়।

পুলিশ জানায়, মিছিলটি চৌমুহনীর কাছাকাছি আসলে অতর্কিত পুলিশের গাড়িতে হামলা চালানো হয়।
এসময় আরও কয়েকটি গাড়ি ভাংচুর করেন নেতাকর্মীরা।

মহানগর পুলিশের পশ্চিম শাখার উপ-কমিশনার জসিম উদ্দিন জানান, নামাজ শেষে আগ্রাবাদ মোড় থেকে মিছিল শুরু হয়।
মসজিদ থেকে মুসল্লিরাও বের হচ্ছিলেন একই সময়।
এর ফলে কারা সাধারণ মুসল্লি আর কারা জামায়াত নেতাকর্মী তা আলাদা করা যাচ্ছিল না।

তিনি জানান, এক পর্যায়ে চৌমুহনী মোড়ের কাছে এসে তারা পুলিশের গাড়িতে হামলা চালায়।
এই ঘটনার পর পর চৌমুহনী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।