প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন রাতের ভোট নিয়ে যত কথাই হোক, আসছে জাতীয় নির্বাচনে রাতে নয়, ভোট হবে দিনে। এসময় সিইসি দিনের বেলা ভোট গ্রহণের শতভাগ নিশ্চয়তা দিয়েছেন। ভোট সুষ্ঠুভাবে গ্রহণের জন্য কেন্দ্রে সকালে ব্যালট যাবে বলেও জানান তিনি।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডে পিটিআই মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলাদা মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
এসময় তিনি বলেন, প্রার্থীরা তাদের পোলিং এজেন্ট দিয়ে সকালে ভোটকেন্দ্রে স্বচ্ছ বাক্সগুলো খালি কি না দেখে, বাক্স বন্ধ করবে। সেক্ষেত্রে ভোটকেন্দ্রে বাক্সে অবৈধ ব্যালট ঢোকার সুযোগ নেই। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোট চলাকালে কোনও পেশিশক্তির উদ্ভব ঘটলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রের ভোট বন্ধ করে দেয়া হবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।