যারা সিআরবি ধ্বংসের পক্ষে অবস্থান নিয়েছে তাদের চট্টগ্রামবাসী চিহ্নিত করেছে, তারা গণশত্রু। ঢাকার টিএসসি’র আদলে অনতিবিলম্বে সিআরবি’কেও চট্টগ্রামের প্রধান উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে ঘোষনা করতে হবে।
নগরীর সিআরবি মোড়ে নাগরিক সমাজের উদ্যোগে সিআরবি রক্ষার সমাবেশে এ দাবী জানান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা নূরুল আজিম রনি।
তিনি এসময় বলেন, সরকারি জমিতে বেসরকারি হাসপাতাল নির্মান হলে এখানে গরীব জনগোষ্টি চিকিৎসা সেবা পাবে না। কারন আমরা দেখেছি বেসরকারী হাসপাতালে চিকিৎসা সেবার নামে গলাকাটা ক্লিনিক ব্যবসা ছাড়া আর কিছু হয়না।
নূরুল আজিম রনি এসময় বলেন, সিআরবি তে কোন হাসপাতাল হতে পারবে না। অন্য যে কোন সরকারী জমিতে হাসপাতাল নির্মিত হলে তা অবশ্যয় সরকারী হাসপাতাল হতে হবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।