ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে আগুন দিয়ে মা-বাচ্চাকে মারা হয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন ভুয়া। বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে নির্বাচনকে বাঁচাতে হবে। কারও জন্য নির্বাচন কমিশনে (ইসি) তদবির করেনি আওয়ামী লীগ। শুক্রবার (২২ ডিসেম্বর) নোয়াখালীতে নিজের নির্বাচনী আসনে প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, বিএনপির যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের সবার ফৌজদারী অপরাধ রয়েছে। নির্বাচনে যারা বাধা দেবে তাদের জন্য নিষেধাজ্ঞা আসবে। তাই নেতাকর্মীদের নির্বাচন আচরণ বিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, বিএনপির কথা শুনে ঘোড়াও হাসে। বাংলার জনগণ দলটির সঙ্গে অসহযোগ আন্দোলন করবে। বিএনপি আর হাওয়া ভবনের চোরা বলে ট্যাক্স দেবে না। সাহস থাকে তো রাজপথে আসেন। বিএনপিতে দণ্ডিত ছাড়া কোনও ভালো মানুষ নেই। দণ্ডিত নেতার পেছনে কারা যাবে?

ফিলিস্তিনের জন্য বিএনপি নেতারা একটা কথাও বলেননি উল্লেখ করে কাদের বলেন, ঠিক ইসরায়েলের হামলার মতো ট্রেনে আগুন দিয়ে মা ও বাচ্চাকে পুড়িয়ে মেরেছে বিএনপি। কিন্তু এসব করে লাভ নেই। সংবিধানের ধারা মেনে নির্বাচন করতে হবে। ওয়ান ইলেভেন না চাইলে নির্বাচন করতে হবে।

৭ জানুয়ারি সবাইকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাঠ ছেড়ে পালাবে না আওয়ামী লীগ। আমার এলাকার জন্য আরও কাজ আছে। বেকার ছেলে-মেয়েদের জন্য কিছু করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, তবে একটা সমস্যা আছে। আওয়ামী লীগের চেয়ে বিএনপি, শিবিরের ছেলেরা বেশি পাস করে। তাই পড়াশোনা করতে হবে। এলাকায় উন্নয়ন অনেক হয়েছে। এবার কর্মসংস্থানের ঘাটতি পূরণ করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।