ঢাকাসোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১৭ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন সালমা ইসলাম

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-১৭ আসন থে‌কে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভো‌কেট সালমা ইসলাম।

রোববার বিকাল পৌ‌নে ৪টায় সালমা ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অ্যাড‌ভো‌কেট সালমা ইসলা‌মের প‌ক্ষে তার ব্যক্তিগত সহকারী ইমরানুল ক‌বির সুমন ও যমুনা গ্রু‌পের উপব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মো. জাহাঙ্গীর আলম ম‌নোনয়নপত্র প্রত্যাহার ক‌রেন।

অ্যাডভোকেট সালমা ইসলাম দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। গুলশান-বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ এবং ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন তিনি। এরমধ্যে আজ (রোববার) ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন অ্যাডভো‌কেট সালমা ইসলাম।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ (রোববার) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।