ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত।

অনলাইন ডেস্ক
মে ৮, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় তীরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। আজ বুধবার (৮ মে) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলা রনচন্ডি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪৪৬/১৪আরের কাছে খয়খাটপাড়া দরগাসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তেঁতুলিয়া উপজেলার ব্রহ্মতোল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসিন আলী এবং একই উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে আব্দুল জলিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলা রনচন্ডি এলাকার দরগাসিং সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনার চেষ্টা করার সময় ভারতের ১৭৬ ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে নিহত হন ইয়াসিন ও জলিল। পরে বিএসএফ তাদের মরদেহ ভারতে নিয়ে যায়৷

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, ‘নিহত যুবকদের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে গরু আনার চেষ্টাকালে বিএসএফ তাদের হত্যা করে মরদেহ ভারতে নিয়ে গেছে।’

পঞ্চগড়ে ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান এ বিষয়ে বলেন, ‘ভারতের অভ্যন্তরে দুজন বাংলাদেশি মারা গেছেন বলে খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি৷ বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।