ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলেনস্কির দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে পশ্চিমাদের উদ্যোগে: রাশিয়ার রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

জার্মানির মিউনিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দ্বিপাক্ষিক বৈঠক পশ্চিমাদের উদ্যোগে হচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ডিক্যাব টকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জার্মানিতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিই বৈঠক করতে চেয়েছেন। ওই বৈঠকে নিজের ফর্মুলা নিয়ে সহায়তা চাইবেন তিনি, এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়।’

এসময় বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কের বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশকে ভারতের চোখে দেখে না রাশিয়া। ঢাকা নিয়ে মস্কো’র নিজস্ব লিখিত নীতিমালা আছে। ঠিকমতো সমঝোতা করতে পারলে ভারতের মত বাংলাদেশেও কম দামে তেল গ্যাস সরবরাহ করবে রাশিয়া। তবে এ নিয়ে এখনো আগ্রহ দেখায়নি ঢাকা।’

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলেকজান্ডার ম্যানতিতস্কি বলেন, ‘মিয়ানমারের যা পরিস্থিতি তাতে রোহিঙ্গা প্রত্যাবাসন কবে শুরু হবে তা ধারণা করা মুশকিল, তবে রাশিয়াও দ্রুত প্রত্যাবাসনের পক্ষে রয়েছে। সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়, বাংলাদেশের এই পররাষ্ট্রনীতিকে সব সময়ে সমর্থন করে রাশিয়া।’

এর আগে আজ সকালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের সফরে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় ইউক্রেনের প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবেন বলে জানায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কারণে রাশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান মন্ত্রী।

এ সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানায়, সম্মেলনের পাশাপাশি এ সফরে প্রধানমন্ত্রী জার্মানির চ্যান্সেলর, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। আলোচনা হবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও।  সফরে ভারত ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।