দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে রির্টানিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল আবেদন নিষ্পত্তির শুনানি শুরু হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) একই সঙ্গে চলবে বিভিন্ন প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জের আপিল শুনানিও। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনাররা শুনানিতে অংশ নেবেন।
প্রার্থীর মনোয়নপত্র অবৈধ, বাতিল বলে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে সারাদেশে মনোয়নপত্র বাতিল হওয়া ৭৩১ জন প্রার্থীর মধ্যে ৫৬১ টি আপিল জমা পরে কমিশনে। ঋণখেলাপি, ১ শতাংশ ভোটারের সাক্ষর সংগ্রহ করতে না পারা, হলফনামায় তথ্য উল্লেখ না করাসহ নানা কারণে এসব প্রার্থীদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। স্বতন্ত্র ও দলীয় এসব প্রার্থীরা কমিশনে আপিল করেন।
৩০ নভেম্বর ছিল মনোনয়পত্র জমা দেয়ার শেষ দিন। এরপর ৪ ডিসেম্বর পর্যন্ত যাচাই-বাছাইকালে অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। সেই সকল প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেন। যেসব কারণে মনোনয়নপত্র বাতিল হয়, এই সময়ে উপযুক্ত কারণ ও তথ্য প্রমাণ দাখিল করতে পারলে প্রার্থীতা ফিরে পেতে পারেন অনেকে। আপিল আবেদনের শুনানি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।