ঢাকারবিবার , ৭ জানুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

প্রিজাইডিং অফিসার থেকে স্বতন্ত্রের এজেন্টের কাগজ ছিনতাই

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের সিংড়া আসনের চামাড়ি ইউনিয়নে প্রিজাইডিং অফিসারের হাত থেকে ঈগল প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থীর এজেন্টদের কাগজ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।

শনিবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চামাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঈগল প্রতীকের এজেন্ট সানোয়ার হোসেন জানান, শনিবার রাতে আমাকে ঈগল প্রতীকের এজেন্টদের কাগজ জমা দেওয়ার কথা জানানো হয়। রাত ৮টার দিকে এ ওয়ার্ডের ঈগল প্রতীকের ৬ জন এজেন্টের কাগজ নিয়ে সোনাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের রুমে গিয়ে তার হাতে কাগজপত্র জমা দেই।

এ সময় হঠাৎ ওই এলাকার নৌকার সমর্থক কামরুল ইসলাম ঝান্টু, কালাম, আহম্মদ, শামীমসহ আরও বেশ কয়েকজন ওই রুমে এসে প্রিজাইডিং অফিসারের হাত থেকে আমাদের কাগজগুলো কেড়ে নেয়।

আমাদের এজেন্টের একটি কাগজও এখন প্রিজাইডিং অফিসারের কাছে নেই। জানি না কালকে ভোট কেন্দ্রে এজেন্ট হিসেবে থাকতে পারব কি না।

এ বিষয়ে সোনাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ড. নুর আহমেদ শেখের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেনি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেয়ে তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুনের মোবাইল ফোনে কয়েকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।