ঢাকাবুধবার , ১৭ জানুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ফুটবলার করিম বেনজেমার মামলা

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দেশটির তারকা ফুটবলার করিম বেনজেমা।

গত অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়েছিলেন ৩৫ বর্ষী বেনজেমা। পরে তার সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পৃক্ততার অভিযোগ তোলেন দারমানিন। ঘটনায় মঙ্গলবার ফ্রান্সের বিশেষ আদালত কোর্ট ডি জাস্টিসে মামলা দায়ের করেছেন বেনজেমার আইনজীবী হিউজ ভিগিয়ের। আদালতটিতে ফ্রান্সের মন্ত্রীদের মামলার বিচার-কার্যক্রম সম্পন্ন করা হয়।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। পরে গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েল। ইসারায়েলি অভিযানের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করেন বেনজেমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান। লেখেন, ‘আবারও অন্যায়ভাবে বোমা হামলা, যেখানে কোনো নারী ও শিশু রেহাই পাচ্ছে না।’

বেনজেমার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দারমানিন। একটি টিভি চ্যানেলে বলেন, ‘বেনজেমার মুসলিম ব্রাদারহুডের কুখ্যাত সম্পৃক্ততা আছে।’ এর আগে বেনজেমার বিরুদ্ধে ফ্রান্স জাতীয় দলের খেলায় জাতীয় সংগীত না গাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মান্তরকরণ প্রচেষ্টার অভিযোগও এনেছিলেন দারমানিন।

দারমানিনের অভিযোগের পর আইনজীবীর মাধ্যমে প্রতিবাদ জানান ব্যালন ডি’অর জয়ী বেনজেমা। এবার আইনি পথেও হাঁটলেন। দারমানিনের বিরুদ্ধে করা ৯২ পৃষ্ঠার অভিযোগে বেনজেমা বলেছেন, ‘মুসলিম ব্রাদারহুড সংগঠনের সঙ্গে কখনোই তার সামান্য যোগসূত্র ছিল না, এমনকি সংগঠনটির সদস্য দাবি করে এমন সম্পর্কেও তার কোনো ধারণা নেই।’

সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলা তারকা ফুটবলারকে রাজনৈতিক খেলার অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে, এমন দাবি করেছেন বেনজেমা। বলেছেন, ‘আমি জানি, দুর্নামের কারণে আমাকে রাজনৈতিক খেলায় কতটা ব্যবহার করা হচ্ছে। যেগুলো আরও বেশি কলঙ্কজনক, তবে ৭ অক্টোবর থেকে ঘটা নাটকীয় ঘটনাগুলো এধরনের বিবৃতি থেকে আলাদা কিছু দাবি করে।’

প্রায় ৮০ বছর আগে মিশরে মুসলিম ব্রাদারহুড নামক ইসলামী সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। যা বর্তমানে নিষিদ্ধ দেশটিতে। তবে বিশ্বজুড়েই ছড়িয়ে আছে সংগঠনটির শাখা–প্রশাখা। সংগঠনটি হামাসসহ আধুনিক যুগের অনেক ইসলামপন্থী সংগঠনের পক্ষে রয়েছে। যে কারণে এটি অনেক দেশে নিষিদ্ধ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।