ঢাকাবৃহস্পতিবার , ২ মে ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মারধরে স্ত্রীর মৃত‍্যু, স্বামী গ্রেপ্তার।

অনলাইন ডেস্ক
মে ২, ২০২৪ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

মহান মে দিবসে পরিবারে আর্থিক অভাব-অনটনকে কেন্দ্র করে আশুলিয়ায় স্বামীর মারধরে ময়না বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

এঘটনায় পুলিশ মৃতের স্বামী তৈমুর রহমানকে গ্রেপ্তার করেছে।

বুধবার রাতে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ময়না বেগম (৫৫) আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি স্থানীয় গ্রামীন নিটওয়্যার লি. পোশাক কারখানায় ক্লিনার পদে চাকরী করতেন ।

গ্রেপ্তার তৈমুর রহমান (৬০) নওগা জেলার নিয়ামতপুর থানার নিরাপাড়া গ্রামে বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর।

প্রতিবেশিদের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বদিউজ্জামান বলেন, পারিবারিক কলহের জেরে বাগবিতন্ডার একপর্যায়ে তৈমুর উত্তেজিত হয়ে তার স্ত্রীকে মারধর করে। পরে এলোপাথাড়ি কিল ঘুষিতে ময়না বেগম অচেতন হয়ে পড়েন। এরপরে সে চিকিৎসার জন্য স্ত্রীকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখানে সে চিকিৎসকদের জানায় তার মারধরেই ময়নার মৃত‍্যু হয়েছে। একথা শুনে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

এসআই বদিউজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। একই সাথে মৃতের স্বামীকে হাসপাতাল থেকেই গ্রেপ্তার করা হয়েছে।

সুরতহাল রিপোর্টে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি ।

এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।