চট্টগ্রাম থেকে ঢাকায় নেয়ার পথে রেলওয়ে স্টেশনের প্রবেশমুখ থেকে ১৪টি চোরাই স্বর্ণের বার সহ উত্তম সেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের বারের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার সময় রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করে। আটককৃত উত্তম সেন পটিয়া উপজেলার হাইদঘর ব্রাহ্মণঘাটা এলাকার সেনবাড়ীর মৃত মানিক সেনের পুত্র। কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কোতোয়ালী থানার নতুন রেলওয়ে ষ্টেশনের প্রবেশ মুখে রাস্তায় নিয়মিত টহল টিম তল্লাশি করে। এ সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় উত্তম সেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণের বারের কথা শিকার করেন। পরে তার থেকে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব স্বর্ণের বারের কোন ডকুমেন্ট দেখাতে না পারায় তাকে আটক করা হয়।