ঢাকারবিবার , ২৭ জুন ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

প্রায় আড়াই হাজার কো‌টি টাকার চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশন বা‌জেট ঘোষনা।

নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

নগর উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আগামী ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হ‌লো। আজ দুপুর ১২ টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট হলে মেয়র রেজাউল করিম চৌধুরী বাজেট ঘোষণা করেন।

অতীতের উন্নয়ন কর্মকাণ্ডকে সমন্বয় করার পাশাপাশি নগরবাসীর স‌র্বোচ্চ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতে এবারের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে। গতবারের চেয়ে বেড়ে‌ছে বাজেটের আকারও।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২০২১-২০২২ অর্থবছরের জন্য ২ হাজার ৪৬৩ কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হ‌য়ে‌ছে। চ‌সিক মেয়র রেজাউল করিম চৌধুরী এ বা‌জেট ঘোষনা ক‌রেন। মেয়র নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম বাজেট পেশ।

রোববার (২৭ জুন) একইসাথে ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত ১ হাজার ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার টাকার বাজেটও ঘোষণা করা হয়। বরাবরের মত অনুদান নির্ভর চসিক বাজেটে উন্নয়ন অনুদান খাতে সর্বোচ্চ ১ হাজার ৫৭০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ত্রাণ সহায়তা হিসেবে ৪ কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৩৭ কোটি ৯৫ লাখ টাকা আয় খাত হিসেবে দেখানো হয়েছে। আর চসিকের নিজস্ব উৎস থেকে সর্বোচ্চ আয়ের খাতটি হলো বকেয়া কর ও অভিকর। এখাত থেকে ২১৮ কোটি ১৫ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। একই খাতে হাল কর ও অভিকর থেকে আরো ১৩২ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা আয় দেখানো হয়েছে৷

রোববার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে বাজেট ঘোষণাকালে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, চট্টগ্রামের উন্নয়ন মানেই সমগ্র দেশের উন্নয়ন। বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত এ মহানগরীর উন্নয়নে যে কয়টি প্রতিষ্ঠান কাজ করছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে চসিক।

বাজেট কোনো প্রতিষ্ঠানের শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি সার্বিক কর্মকাণ্ডের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নের রূপরেখা সংবলিত একটি দলিল। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে আধুনিক নগর ভবন নির্মাণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্মার্ট সিটি প্রকল্প, চসিকের আওতাধীন এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ, মাস্টার প্ল্যানের সুপারিশমতে প্রস্তাবিত নতুন সড়ক নির্মাণসহ ২০টি প্রকল্প প্রস্তাবনা করা হয় বাজেটে।

বিওটির আওতায় চসিক এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প, মহানগরীর যানজট নিরসনে মেট্রোরেল নির্মাণ প্রকল্প, ঠাণ্ডাছড়ি পার্ক উন্নয়ন, চট্টগ্রাম মহানগরীর আউটার রিং রোডের পাশে সী সাইটে ওশান পার্ক ও স্মৃতিসৌধ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান মেয়র রেজাউল করিম চৌধুরী। চসিকের সিইও শহীদুল আলমের সভাপতিত্বে বাজেট অধিবেশনে বাজেট বিবরণী উপস্থাপন করেন অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. ইসমাইল।

প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চলানায় অনুষ্ঠনে বক্তব্য রাখেন চসিক অর্থ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইসমাইল। এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালামসহ ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরীসহ উর্দ্ধতন কর্মকর্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।