ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ইইউ

অনলাইন ডেস্ক
জুলাই ২৫, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে
বৈঠক শেষে ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ও পরে মানবাধিকারসহ সব ধরনের পরিস্থিতি নজরে রাখা হবে।

ইমন গিলমোর বলেন, বাংলাদেশ ও ইইউর সম্পর্কের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার রয়েছে।
তাই, সম্পর্কের ক্ষেত্রে আমরা মানবাধিকারকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।

ইইউ’র বিশেষ এই প্রতিনিধি বলেন, ইইউর প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বাংলাদেশ সফর শেষে ব্রাসেলসে রিপোর্ট পেশ করবে।
সেটির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া বৈঠকে মানবাধিকার পরিস্থিতি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ইমন গিলমোর।

এর আগে, ছয় দিনের সফরে সোমবার (২৪ জুলাই) সকালে ঢাকায় আসেন ইমন গিলমোর।
সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
কামালের সঙ্গে সাক্ষাতসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।