ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিএনএম মনোনীত প্রার্থীর বাড়িতে ককটেল হামলা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩, ২০২৩ ৩:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনএম মনোনীত প্রার্থী আব্দুল মতিনের বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে পৌর এলাকার পাঠানপাড়ার বাড়িতে ওই হামলা চালায় দুর্বৃত্তরা। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর পুলিশ সুপার ছাইদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপারসহ গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পুলিশ আলামত হিসেবে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিএনএমের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন বলেন, নির্বাচনের কাজে বাইরে থাকার সময় তার স্ত্রী তাকে জানান, বাড়িতে কে বা কারা ককটেলে বিস্ফোরণ ঘটিয়েছে।

আব্দুল মতিন বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে এ হামলা চালানো হয়েছে। তবে যত হামলায় করা হোক না কেন, আমাকে কোন পক্ষ নির্বাচন থেকে সরাতে পারবে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি। ঘটনার পর পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন তিনি।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ঘটনার পর খবর পেয়ে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত হিসেবে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান ওসি।

এদিকে গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনএমের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।