ঢাকাশুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের তল্লাশি, যাত্রীদের ফেসবুক আইডি যাচাই

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় যাত্রীদের সঙ্গে থাকা ব্যক্তিগত মোবাইলফোন নিয়ে তার ফেইসবুক আইডি চেক করে দেখা হয় কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী কিনা। এতে অনেক যাত্রী আপত্তি করলেও পুলিশের কাছে অনেকটা অসহায়। এছাড়াও যাত্রীর পরিচয় নিশ্চিতকরণে যাচাই করা হচ্ছে পরিচয়পত্রও।

শুক্রবার ভোর থেকেই রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজার ও বিরুলিয়া এলাকায় ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে এমনিভাইে তল্লাশি চালিয়েছে পুলিশ।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

সরেজমিন সকাল ৮টার দিকে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে ঢাকা জেলা পুলিশ চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী বিভিন্ন দূরপাল্লার যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগপত্র, মালামাল তল্লাশি করছে। এ সময় সাদা পোশাকে থাকা গোয়েন্দা সদস্যদেরকেও গাড়িতে উঠে যাত্রীদের তল্লাশিসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। এ সময় যাত্রীদের কাছে জানতে চাওয়া হয়- তারা কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন এবং তাদের পেশাগত পরিচয়সহ অনেকের পরিচয়পত্রও দেখতে চাওয়া হয়।

আমনিবাজারে তল্লাশি কার্যক্রমে অংশ নেওয়া সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রাশিদ জানান, শনিবার ঢাকায় দুটি বড় দলের সমাবেশকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেজন্য সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এটা আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ।

এদিকে সাভার মডেল থানা ও আশুলিয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময় সাভার থেকে সাতজন এবং আশুলিয়া থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের বিরুদ্ধে আগে বিভিন্ন মামলা রয়েছে তাদেরই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান।

নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা অভিযোগ করেন, শনিবারের বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ স্থানীয় নেতকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে। গ্রেপ্তার আতঙ্কে অনেক নেতাকর্মী বাড়িঘর ছাড়া। এর মধ্যেও যে কয়েকজনকে পেয়েছে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, বিভিন্ন মামলায় বিএনপির ছয়জন ও জামায়াতের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।