ঢাকাসোমবার , ২৮ জুন ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ; ৭ জ‌নের মৃত্যু, বহু হতাহ‌তের আশংকা।

নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২১ ২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর মগবাজার ওয়ারলেসে গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত শিশুসহ সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। তবে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন হাসপাতালে কমপক্ষে অর্ধশতাধিক মানুষ চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্খাজনক।

রবিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৪০মিনিটে মগবাজার প্লাজায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে সেখানে দোতলা একটি ভবন উড়ে গেছে।

তবে কি কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা ফায়ার সার্ভিস বা আইনশৃঙ্খলা বাহিনী কেউ বলতে পারছে না। কেউ কেউ বলছেন গ্যাসের বিস্ফোরণ বা নাশকতাও হতে পারে।

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় মগবাজার, শান্তিনগর, মৌচাক, সাতরাস্তা, বাংলামটর ও কাকরাইলে ভয়াবহ যানজট তৈরি হয়েছে।

বিস্ফোরণের সময় জ্যামে দাঁড়িয়ে থাকা বাসের জানালা ভেঙে যায়।
জানা যায়, ভবন ভেঙে সামনের রাস্তায় আজমেরী পরিবহন এবং আল মক্কা পরিবহন এর উপরে ছিটকে পড়ে। আশপাশে বিশাল সেন্টার, আড়ৎ ও রাসমণি হাসপাতালে কাচ ভেঙ্গে যায়। কি কারণে বিস্ফোরণ হয়েছে এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে এসি কিংবা গ্যাসের বিস্ফোরণ হতে পারে। ওই এলাকায় সকাল থেকে গ্যাসে সমস্যা ছিল।

আহত অনেককে কমিউনিটি হাসপাতাল ও আদ দ্বীন হাসপাতালে নেওয়া হয়েছে। অনেকেকেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আহত এক নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

কমিউনিটি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অমিত পাল জানান, তারা ৫০ জনকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে একজন শিশু ও পুরুষ মারা গেছেন। অনেককেই ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অধিকাংশের হেড ইঞ্জুরি। তবে কয়েক জনের থার্ড ডিগ্রি বার্ন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।