‘লাঙ্গল যেখানে, নৌকা সেখানে’ দাবি নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন মহাজোট সমর্থিত প্রার্থী ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।
সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে তিনি তার কর্মীসমর্থকদের নিয়ে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনসংযোগ করে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন। এ সময় নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় ব্যবসায়ী সমাজসহ আশুগঞ্জের সাধারণ ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট চান।
পরে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর বাজার এলাকায় এক পথসভায় মহাজোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ মহাজোটের শরীকদল জাতীয় পার্টিকে এ আসনটি ছেড়ে দিয়েছে। তবে স্থানীয় রাজনীতির গ্রুপিংকারীরা নানা বিভ্রান্তি ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আওয়ামী লীগের সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব একমাত্র প্রধানমন্ত্রীর। জেলা ও উপজেলার নেতৃবৃন্দের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। তাই আগামী ৭ জানুয়ারি সকল বিভ্রান্তির অবসান হবে।
এ সময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. নাসির উদ্দিন, আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হানিফ সরকার, সহ-সভাপতি মো. আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইস্তালিং সরকার, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ উজ্জল, প্রচার সম্পাদক আলাউদ্দিন সরকারসহ সরাইল-আশুগঞ্জের জাতীয় পার্টির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।