ঢাকাবৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আমাকে নিয়ে এত লেখালেখির দরকার নেই: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাকে নিয়ে এত লেখালেখির দরকার নেই। আমি জনগণের সেবা করতে এসেছি। আমার বাবা দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন। তার যে স্বপ্ন ছিল, সেটাই বাস্তবায়ন করা আমার একমাত্র লক্ষ্য।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর নিয়ে আজকের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমার নিজের তো চাওয়া পাওয়া নেই। দেশের মানুষের জন্য কতটুকু করতে পারলাম, কতটুকু দিতে পারলাম এটাই হচ্ছে আমার সবথেকে বড় পাওয়া।

তিনি আরও বলেন, একটা ঘর দেয়ার পর মানুষের যে হাসি ওটাই তো আমার জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা। নিশ্চয় আমার আব্বা যখন বেহেস্ত থেকে দেখতে পান তারও আত্মা শান্তি পায় বলে আমি বিশ্বাস করি। তো বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, এটা আমাদের ওয়াদা সেটা আমি পূরণ করে যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।