বরিশাল-২ আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত স্থায়ী কামিটির সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলমের দৃঢ় নেতৃত্বে তার নির্বাচনী এলাকা (বানারীপাড়া-উজিরপুর) উপজেলার ৯শ গৃহহীন পরিবার পেয়েছে নতুন ঘর। গৃহহীনদের বাসস্থান নির্মাণ করে দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি অগ্রাধিকার প্রকল্পের অন্যতম আশ্রয়ণ ও গৃহহীন প্রকল্প। মানবিক এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে সারাদেশে হাজার হাজার গৃহহীন পরিবার নতুন ঘরে জীবনযাপন করছেন। এছাড়া দুই উপজেলায় প্রায় একশ’ গৃহহীন অসচ্ছ্বল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ঘর নির্মাণের তালিকা প্রণয়নের কাজ চলছে। গৃহহীন পরিবার গুলোর অনেকের সাথে কথা হলে তারা জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন মোঃ শাহে আলম এমপি তাদের মাথা গোঁজার ঠাই করে দেয়া ছাড়াও বানারীপাড়া-উজিরপুরের অভূতপূর্ব উন্নয়নকাজে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে স্বপ্নের ঘর পেয়ে দারুন খুশি গৃহহীন পরিবার গুলো।