ঢাকাসোমবার , ১০ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

কোয়াড-এ বাংলাদেশ যুক্ত হলে সম্প‌র্কের অবন‌তি হ‌বে ব‌লে চী‌নের হুঁ‌শিয়া‌রি।

নিজস্ব প্রতিবেদক
মে ১০, ২০২১ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত ইন্দো-প্যাসিফিক উদ্যোগ বা কোয়াড-এ বাংলাদেশ যুক্ত হলে চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যথেষ্ট ক্ষতি হবে বলে চীন সুস্পষ্টভাবে বাংলাদেশকে সতর্ক বার্তা দিয়েছে।

যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত ইন্দো-প্যাসিফিক উদ্যোগ বা কোয়াড-এ বাংলাদেশ যুক্ত হলে চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যথেষ্ট ক্ষতি হবে বলে চীন সুস্পষ্টভাবে বাংলাদেশকে সতর্ক বার্তা দিয়েছে।

সোমবার ঢাকায় স্থানীয় সংবাদ মাধ্যমের কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকাব আয়োজিত এক ভার্চুয়াল সভায় ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত লি জি মিং ওই মন্তব্য করে বলেন, এই জোটে অংশ নেয়ার কোন চিন্তা বাংলাদেশের জন্য কোন শুভ বিষয় নয়। চীন মনে করে কোয়াড চীন বিরোধী একটি ছোট নিরাপত্তা জোট।

চীনের রাষ্ট্রদূত জানান, ১২ মে চীনের দেয়া ৫ লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন ঢাকায় পৌঁছাবে। তবে মাত্র ৭ দিন আগে বাংলাদেশের পক্ষ থেকে সিনোফার্ম ভ্যাকসিন কিনতে চাওয়ায় চীনের আগ্রহ সত্ত্বেও এখনই এই ভ্যাকসিন বিক্রয় সম্ভব হবে কিনা তাতে সন্দেহ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, কারণ চাহিদার দীর্ঘ লাইনে রয়েছে বাংলাদেশ।

রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রেও হতাশার বাণী শোনালেন চীনের রাষ্ট্রদূত। তিনি বললেন, বর্তমান পরিস্থিতিতে মিয়ানমারের সাথে চীনের কোন যোগাযোগ নেই। কাজেই চীনের পক্ষ থেকে কোন ধরনের ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন এই মুহূর্তে সম্ভব নয়।

ঢাকায় বিশেষজ্ঞরা বলছেন, চীনের পক্ষ থেকে বারবার বাংলাদেশ যাতে কোয়াড-এ অংশ না নেয় সে ব্যাপারে অনুরোধ জানানো হচ্ছে। গত মাসে চীনের প্রতিরক্ষামন্ত্রীও ওই অনুরোধ নিয়ে ঢাকায় এসেছিলেন। কিন্তু বাংলাদেশ কোন জবাব দেয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।