চট্টগ্রাম নগরের পাহাড়তলী ইস্পাহানি গেট সংলগ্ন আজমনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া দুজন হলেন আবু তাহের (৬৫) ও তাঁর নাতি মো. রাশেদ। আবু তাহের শারীরিক প্রতিবন্ধী ছিলেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৮টি গাড়ি রাত পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।’
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুনের তীব্রতা বেশি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৮টি গাড়ি নিয়ে ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান জানান, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত অনুসন্ধান শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
দৈনিক অপরাজিত বাংলা