প্রতিবন্ধী রিক্সাচালক নাজমুল ইসলামকে হত্যার অভিযোগ উঠেছে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কনস্টেবল হাসান আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। চুরির অপবাদে নির্মম নির্যাতন চালিয়ে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখে লাশ।
জানা যায়, প্রতিবন্ধি নাজমুলকে অটোরিক্সা চুরির অপবাদ দিয়ে মঙ্গলবার রাতে দু’দফায় হাতুড়ি ও কাচি দিয়ে নির্মম নির্যাতন করে হাসান ও তার সহযোগীরা। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলেও হাসানের দাপটে তারা ছিলেন অসহায়। এতে তার মৃত্যু হলে ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় লাশ।
নির্মম নির্যাতনের শিকার হয়ে পৃথিবী ছাড়া প্রতিবন্ধী রিক্সাচালক নাজমুল ইসলামের ছেলে পঞ্চম শ্রেণি পড়ুয়া শামীমের চোখের জল মোছার আর কেউ থাকলো না।
নির্মম এ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি তুলেছেন স্থানীয়রা। সেইসঙ্গে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহবান জানান তারা। আর সড়ক অবরোধ করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে এলাকাবাসী।
রংপুর (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন জানালেন এ ঘটনায় করা মামলায় হাসান ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।