দ্রুতগতিতে এগিয়ে চলেছে কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু টানেল নির্মাণের কাজ। এটি দক্ষিণ এশিয়ায় একমাত্র প্রথম টানেল। এরইমধ্যে এ টানেলের অর্ধেক কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক । কক্সবাজার-টেকনাফের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়ার ক্ষেত্রে এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যবসায়ীদের।
চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন এই ধারণাকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম নদীর তলদেশে টানেল নির্মাণ করতে যাচ্ছে। চার লেন বিশিষ্ট, দুটি টিউব সংবলিত ৩ দশমিক ৪ কিলোমিটার লম্বা টানেলের ১ হাজার ২২০ মিটার বোরিং মেশিনের মাধ্যমে ইতিমধ্যে খনন করে রিং বসানো হয়েছে। এ টানেল নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৮’শ ৮০ কোটি টাকা।
চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি ব্যবহার করা ও দক্ষিণ চট্টগ্রাম তথা কক্সবাজার-টেকনাফের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করার ক্ষেত্রে এ টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যবসায়ীদের। সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় বাড়বে বিদেশি বিনিয়োগও।