ঢাকার ধামরাইয়ের একটি টেক্সটাইল মিলে আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ কাপড়। গতরাত ১০টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে ভোর ৪টায়। পঞ্চম তলার স্টোরটিতে বিপুল পরিমাণ কাপড় থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ জানা যায়নি।
ধামরাই উপজেলার শ্রীরামপুরে গ্রাফিক্স টেক্সটাইল মিলের ৭ তলা এই ভবনের ৪র্থ তলায় কাটিং সেকশনে রাত ১০টার দিকে হঠাৎ আগুন দেখতে পান শ্রমিকেরা। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে ৫ম তলার স্টোরে। শুরুতে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ ও ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে আরও ১১টি ইউনিট গিয়ে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশিস বর্মণ জানান, প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তার আগেই পুড়ে যায় বিপুল পরিমাণ কাপড়। তবে তদন্ত ছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
এর আগে ২০১২ সালেও কারখানাটির ৪র্থ তলার স্টোরে আগুন লেগেছিল বলে জানিয়েছেন কারখানার কর্মীরা।