ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২০
  1. casino
  2. অনান্য
  3. অপরাধ ও আইন
  4. অভিবাসীদের নির্মম জীবন
  5. অর্থনীতি
  6. আত্মসাৎ
  7. আন্তর্জাতিক
  8. ইতিহাস
  9. উদ্যোক্তা
  10. এশিয়া
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. গল্প ক‌বিতা
আজকের সর্বশেষ সবখবর

নারী ক্রিকেট দলের হেড কোচ হ‌লেন কিংবদন্তি কোর্টনি ওয়ালশ।

স্পোর্টস ডেস্ক।
অক্টোবর ১৫, ২০২০ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ক্যারিবীয় ফাস্ট বোলার ও টাইগারদের সাবেক বোলিং কোচ কিংবদন্তি কোর্টনি ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন। আসন্ন নারী বিশ্বকাপ এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল সাজাবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, কমপক্ষে ২০২২ সালের শেষ পর্যন্ত নারী দলের সঙ্গে থাকবেন ওয়ালশ। এই সময়ে একটি ৫০ ওভারের বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে।

২০১৬ সালে বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন ওয়ালশ। গত বিশ্বকাপের পর বাংলাদেশের সঙ্গে তার চুক্তি শেষ হয়। এরপর গণমাধ্যমে প্রধান কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি। গত ফেব্রুয়ারি ও মার্চে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সহকারী কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সঙ্গে কাজ করেছিলেন। এবার ‘প্রমোটেড’ হয়ে তিনি পেলেন প্রধান কোচের দায়িত্ব।

নারী দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত ওয়ালশ বলেন, ‘নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য আসলেই সম্মানের। এটা দুর্দান্ত একটা চ্যালেঞ্জ হবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উন্নতির জন্য সাহায্য করতে আমি সবসময়ই প্রস্তুত ছিলাম।’

সঙ্গে যোগ করেন, ‘আমি চলতি বছর অস্ট্রেলিয়ায় নারী টি-টোয়েন্টি দলের সঙ্গে কাজ করেছি। গত বছর কাজ করেছি ক্যারিবিয়ানে ভারতের বিপক্ষে সিরিজে। ফলে যতটুকু বোঝাপড়া দরকার আমার সেটা আছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।