২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। প্রথমে লালবাগ থানায় ধর্ষণ মামলা তারপর কোতওয়ালী থানায় করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। নুর এবং তার সহযোদ্ধাদের বিরুদ্ধে এসব মামলাকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন ড. কামাল হোসেন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নূরের মামলাকে মিথ্যা বলেও দাবি করেন তিনি। প্রয়োজনবোধে গণফোরাম ভিপি নূরসহ আন্দোলনরত সকল নেতৃবৃন্দকে আইনি সহায়তা দেয়ার কথাও বলেন।
গণফোরামের সভাপতি ও প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন বলেন, এর আগেও নুরের বিরুদ্ধে একাধিক হয়রানির মামলা করা হয়েছে। এমনকি অতীতে এদেশে বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গরু চুরির মামলা দেওয়া হয়েছিল। সাধারণ মানুষ এসব বিশ্বাস করে না। তাই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, এসব হয়রানি বন্ধ করুন। নুরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করুন।
বিবৃতিতে প্রখ্যাত এই আইনজীবী আরো বলেন, নুররা একা নয়। প্রয়োজনে গণফোরামের নেতাকর্মীরা তাদের পক্ষে মাঠে নামবে। নুরসহ তার যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদের পক্ষে প্রয়োজন হলে আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে।
২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। প্রথমে লালবাগ থানায় ধর্ষণ মামলা তারপর কোতওয়ালী থানায় করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা !