গতকাল ৭ ফ্রেব্রুয়ারী রবিবার সারা দেশের মত পঞ্চগড়সহ প্রতিটি উপজেলায় করোনা প্রতিষেধক ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এই টিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রথম দিনেই ভ্যাকসিন গ্রহনে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। নিবন্ধন কৃত ব্যক্তিগণ দীর্ঘ লাইনে দাড়িয়ে করোনার প্রতিষেধক ভ্যাকসিন গ্রহন করতে দেখা গেছে। বোদায় সর্ব প্রথম ভারপ্রাপ্ত এমটি (ইপিআই) কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী টিকা গ্রহন করেন। এর পর বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা, জাহিদ হাসান, ডা, অধিন চন্দ্র, উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ, মুক্তিযোদ্ধাগণ, হাসপাতালের কর্মকর্তা কর্মচারী সহ অনেক জন ব্যক্তি প্রথম দিনে টিকা গ্রহন করেন।টিকা গ্রহন করে সবাই সুস্থ্য আছেন। বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজিউর করিম রাজু, বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু ঠিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা নিবাহী অফিসার করোনা ভ্যাকসিন প্রদানে শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন। তবে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ধাপে কোভিড-১৯ এর সম্মুখ সারির প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সম্মুখ সারির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সম্মুখ সারির গণমাধ্যমকর্মী, নির্বাচিত জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সকল ধর্মের প্রতিনিধিরা ভ্যাকসিন পাবেন।পরে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ধাপে ১৬২ ভায়াল করোনা ভ্যাকসিন পৌঁছেছে। প্রতি ভায়াল হতে ৯-১০ জন ভ্যাকসিন নিতে পারবেন। ভ্যাকসিনগুলো পৌঁছার সাথে সাথে কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সানন্দে গ্রহন করা হয়েছে। ৫৫ বছর ও তদুর্ধ নাগরিক নিবন্ধন অত্যাবশ্যক। এসময় পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।