ঢাকামঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পোশাক শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করলো শ্রম মন্ত্রণালয়।

অনলাইন ডেস্ক
নভেম্বর ৭, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভা শেষে এ ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

ঘোষণা অনুযায়ী পোশাক শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকরা চেয়েছিলেন ১৫ হাজার টাকার মধ্যে।

এর আগে গত ২২ অক্টোবরের বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা এবং মালিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি প্রস্তাব করেন ১০ হাজার ৪০০ টাকা।

সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, সংসদ ও এফবিসিসিআই সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা।

এর আগে রাজধানীর পল্টনে নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।