চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া সাহা পাড়া এলাকায় আজ (বুধবার) রতন নাথ নামে মাদকাসক্ত এক যুবকের হামলায় মহিলা সহ অন্ততঃ ১০ জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী রতন ওই এলাকার ভোলা নাথের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাহা পাড়া এলাকার মাদকাসক্ত যুবক রতন নাথ বুধবার সকালে এলাকার গ্রামীণ সড়কে অতর্কিতভাবে পথচারীদের রাম দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে এক নারীর হাত দ্বি-খন্ডিত হয়ে যায়। এছাড়াও রামদা’র অাঘাতে অারও ৯ ব্যাক্তি গুরুতর আহত হন । একপর্যায়ে উত্তেজিত জনতা রতনকে অাটক করে পিঠুনি দেয়। পরে পুলিশ এসে রতনকে অাটক করে হাসপাতালে নিয়ে যায়।
সুয়াবিল ইউ.পি চেয়ারম্যান জয়নাল অাবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হামলাকারী রতন একজন মাদকসেবী। প্রায়ই সে মাদকসেবন করতো। জানতে পেরেছি এ ঘটনা ঘটনানোর সময়ও সে মাদকাসক্ত ছিল।’
রতনের ছুরিকাঘাতে উপজেলার উত্তর সুন্দরপুর গ্রামের বজল আহম্মদের পুত্র ইব্রাহিম (৫০), বারমাসিয়া গ্রামের মনমোহন নাথের পুত্র নারায়ণ নাথ (৬৫), একই গ্রামের যাত্রামোহন দাশের স্ত্রী শিবু রাণী দাশ(৬৫), নেপাল নাথের স্ত্রী শিল্পী রাণী দেবি(৩৮), বেপতি নাথের স্ত্রী নিলা নাথ (৬৫), দুলাল নাথের স্ত্রী গীতা দেবি(৭০), জালাল অাহমদের ছেলে দিদার (৩০), বাদশাহ’র ছেলে রমজান (২৮), মিলনের ছেলে টিটু সাহা (৪৫), মুনাফের ছেলে জলিল (৪৭) অাহত হয়। পরে অাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ প্রেরণ করা হয়। এব্যাপারে ভুজপুর থানায় মামলা করা হয়েছে।