ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ির দুই ইউপিতে আ.লীগ প্রার্থী জয়ী, পুনঃনির্বাচন দাবি বিএনপির।

ইউনুস মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি।।
অক্টোবর ২১, ২০২০ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ও সুয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে শান্তিপূর্ণভাবে এ দুই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও বেলা ১১টার দিকে সুয়াবিলের একটি কেন্দ্রে নৌকার সমর্থকদের সাথে স্বতন্ত্রপ্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় আ.লীগ নেতা আলী আকবর জুনু ও যুবলীগ নেতা ইমাজ উদ্দীন জেম গুরুতর আহত হন। এছাড়াও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার হুমায়ুন কবির। এতে নানুপুর ইউনিয়নে আওয়ামী লীগের শফিউল আজম ৪ হাজার ৮শত ৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমান উল্লাহ পেয়েছেন ৩ হাজার ১শত ৩২ ভোট। বিএনপির ধানের শীষের প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৫৯৬।

অপরদিকে, সুয়াবিল ইউনিয়নে আওয়ামী লীগের জয়নাল আবেদীন (নৌকা) ৩ হাজার ৮ শত ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী এম. এ পেয়েছেন হায়াত ৩ হাজার ৩শত ৯১ ভোট। ধানের শীষের প্রার্থী মুহাম্মদ ইয়াকুব পেয়েছেন ৪৪৭ ভোট।

এদিকে, ফলাফল প্রত্যাখান করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন দুই ইউনিয়নে পরাজিত বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন ও মুহাম্মদ ইয়াকুব। মঙ্গলবার রাতে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা। বিএনপির প্রার্থীরা বলেন, সরকার দলীয় লোকজন ও প্রশাসন মিলে একটি সুক্ষ্ম কারচুপির মাধ্যমে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে। তাই আমরা এ প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করছি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলমগীর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।