ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের বানারীপাড়া উপজ‌েলায় সন্ধ্যা নদীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই‌য়ে এলজিইডির প্রকল্প পরিচালক।

সুজন মোল্লা, বানারীপাড়া প্র‌তি‌নি‌ধি।
নভেম্বর ৯, ২০২০ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার সময় তিনি উপজেলার দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে সন্ধ্যা নদীর ওপরে সেতু নির্মাণের সম্ভাব্যতা এবং সম্ভাব্যস্থান পরিদর্শন করেণ। এ সময় তিনি বলেন, এই স্থান থেকে সেতু নির্মাণ হলে সরকারের অনেক অর্থ সাশ্রয় হবে। কেননা এখানে তেমন ঘর বসতি এবং বড় ধরণের কোন ইমারত নেই। এতে করে সাধারণ মানুষ খুব একটা ক্ষতিগ্রস্থ হবেন না।

বরিশাল বিভাগের বেশ কয়েকটি উপজেলার মানুষ এই সেনতুটি ব্যবহার করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীস্থলে খুব সহজেই যেতে পারবেন। বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি’ই সন্ধ্যা নদীর পশ্চিমপাড়ে এবং সেখানে রয়েছে বিভিন্ন ধরণের কৃষির অপার সম্ভাবনা। সেতুটি হলে সেই সম্ভাবনার দার উম্মোাচন হয়ে দেশের অর্থনীতিতে এই অঞ্চলের কৃষকরা অভূতপূর্ব সাড়া জাগাতে পারবেন।

এদিকে ১৯৬৫ সালে নদীর পশ্চিমপাড় বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি হয়ে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাথে সড়ক নির্মাণের যে রূপরেখা তৈরি হয়েছিলো সেটারও বাস্তবায়ন হবে বলে জানাগেছে। উল্লেখ্য বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মো. শাহে আলম জাতীয় সংসদে সন্ধ্যা নদীর ওপরে সেতু নির্মাণের দাবী জানিয়েছিলেন।

যেটা ছিলো তার নির্বাচনকালীন জনসাধারণের কাছে দেওয়া ওয়াদা। সেই দাবীর প্রেক্ষিতে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জতীয় সংসদের প্রশ্নউত্তর পর্বে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই করা হবে বলে জানিয়েছিলেন। পরে এর আগে এলজিইডি এবং সড়ক ও জনপদের উর্ধ্বতন কর্মকর্তারা সেতু নির্মাণের সম্ভাবতা যাচাই করেছিলেন। এবারও এলজিইডির প্রকল্প পরিচালক সেতু নির্মাণের জন্য সন্ধ্যা নদীর সম্ভাব্যস্থান যাচাই করেছেন। সেতুটি হলে বরিশাল বিভাগের কয়েকটি জেলা ও উপজেলার সাথে খুলনা বিভাগের গোপালঞ্জ জেলাসহ কোটালিপাড়া,টুঙ্গিপাড়া ও যশোর জেলার সাথে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজতর হবে। সন্ধ্যা নদীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা এবং সম্ভাব্যস্থান পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এটিএম মোস্তফা সরদার, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমূখ।

মো. সুজন মোল্লা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
তারিখ. ১১-১১-২০২০খ্রি.

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।