ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিএ’র হুঁশিয়ারিকে পাত্তাই দিচ্ছে না বাস মালিকরা।

অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিআরটিএ’র হুঁশিয়ারি সত্বেও কাউন্টারে এখনও ভাড়ার তালিকা টানায়নি দূরপাল্লার বাসগুলো। সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ বিষয়ে আবারো তাদের সতর্ক করে সোমবার থেকে জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

এদিকে সড়কপথে যাত্রী চাপ এখনো তেমন একটা নেই। স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন মানুষ।

সায়দাবাদ বাস টার্মিনালে রোববার সকালে ঈদের দুদিন আগে হলেও যাত্রীর চাইতে বাসের সংখ্যাই ছিলো বেশি। তাই নিজ নিজ পরিবহনে যাত্রী টেনে নেবার চেষ্টায় ছিলো পরিবহন শ্রমিকরা।

শ্রমিকরা বলছেন, গেলো কয়েক বছরের তুলনায় এবার সায়দাবাদে যাত্রী চাপ একেবারেই নেই। যাওয়া আসার তেলের টাকা উঠবে কিনা তাই নিয়েই শঙ্কা।

পরিবহন মালিকরা বলছেন, পোশাক কারখানার ছুটি শুরু হলে সোমবার থেকে যাত্রী চাপ বাড়তে পারে।

সায়দাবাদ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, আবুল কালাম বলেন, পরশু দিন যে গাড়ি আসছে, সে আর যেতে পারেনি। যেখানে গাড়ি যাওয়ার কতা ছিলো ১২০০, সেখানে গেছে ২৬০টি গাড়ি।

সকাল সাড়ে এগারোটায় সায়দাবাদ টার্মিনাল পরিদর্শনে আসেন বিআরটিএ চেয়ারম্যান। কথা বলেন যাত্রীদের সাথে। কোন বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন। কাউন্টার গুলোতে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে কিনা সেটিও তদারকি করেন তিনি।সড়কে গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী এবার কোন ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মাদ মজুমদার।জ্বালানি তেলের মূল্য কমার পর দূরপাল্লার বাসে নতুন ভাড়া নির্ধারণের পরও যেসব কোম্পানি কাউন্টারে এখনো তালিকা প্রকাশ করেনি তাদেরকে সতর্ক করেছেন তিনি।আর কোনো কোম্পানি বাস যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিলে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বরেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
কেএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।