সাম্প্রতিক কালের ধর্ষনের ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশে চলছে ধর্ষণ বিরোধী বিক্ষোভ। আন্দোলনে চলছে সরকার বিরোধী স্লোগান। উঠেছে সরকারের পদত্যাগের দাবী।
ধর্ষণ-নির্যাতনের দায় নিয়ে সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগনের অধিকার ফিরিয়ে দিতে হবে। নইলে জনগন সরকারকে দাবি মানতে বাধ্য করবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।
এদিকে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিএনপি।
দলের নেতারা অভিযোগ করেন, বিচারহীনতার কারনে বাড়ছে ধর্ষণের মতো বর্বোরোচিত ঘটনা। পুলিশ ও বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার দাবিও জানান, বিরোধী নেতারা।
বিএনপি নেতারা বলেন, সিলেট, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় একেক পর এক ঘটছে ধর্ষণ-গণধর্ষণের ঘটনা। প্রায় প্রতিটি ঘটনায় জড়িত সরকারি দলের নেতা-কর্মীরা। এ বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন তারা। বিরোধী মত দমনের জন্য অব্যাহত নির্যাতনের পাশাপাশি, দেশের অর্থনীতিকে সরকার ঝুকির মধ্যে ফেলে দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।