প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের। আপাতত ভেন্টিলেটর সাপোর্টে আছেন । ৮৪ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায় রুটিন চেক আপে গিয়েছিলে। সেখানেই তাঁর করনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। সোমবার নিজেই ট্যুইট করে আক্রান্ত হওয়ার কথা জানান প্রণব মুখোপাধ্যায়। সোমবার নিজেই ট্যুইট করে আক্রান্ত হওয়ার কথা জানান প্রণব মুখোপাধ্যায়। তিনি লেখেন, ‘অন্য কারণে হাসপাতালে গিয়েছিলাম। এরপর আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
প্রাক্তন রাষ্ট্রপতির টুইটের পরেই উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তাঁর স্বাস্থ্যের খবর নেওয়ার জন্য সক্রিয়তাও শুরু হয়েছে। রাজ্যের মুখ্য়মন্ত্রী টুইটারের লিখেছেন, ‘‘প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কোভিড-পজিটিভ হওয়ার খবর শুনে চিন্তিত। তাঁর ও পরিবারের জন্য প্রার্থনা করি। আশা করি তিনি দ্রুত সেরে উঠবেন।’’
অস্ত্রোপচারের সাহায্যে প্রণববাবুর মস্তিষ্কে জমে থাকা রক্ত বা ব্লাড ক্লট বার করে দেওয়া হয়েছে। এর পর তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। আপাতত দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রণববাবুর দ্রুত আরোগ্যকামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়-সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে গোটা দেশ।