মাঠে ফেরার দীর্ঘ অপেক্ষার সমাপ্তি টানতে যাচ্ছেন নারী ফুটবলাররা। এএফসির অনূর্ধ্ব ১৭ ও ২০ টুর্নামেন্টের বাছাইপর্বকে সামনে রেখে ক্যাম্পে যোগ দিয়েছেন স্বপ্না-মনিকারা। সফল কোভিড নাইনটিন পরীক্ষা শেষে শনিবার থেকেই মাঠে ফিরছেন ফুটবলাররা।
স্বস্তির পরশ, দীর্ঘ অপেক্ষার শেষ, চেনা বাফুফে ভবনে ফেরা, কোভিড নাইনটিন বাধা পেরিয়ে একে একে সতীর্থদের সাথে দেখা, প্রিয় অঙ্গনে পুরনো স্মৃতির পাতায় জীবন্ত হয়ে ওঠা। মনিকা-স্বপ্নাদের এক করেছে ফুটবল যা ছাপিয়ে এখন এক পরিবার। তাইতো অনুভুতি সবার আগে।
নিজ নিজ এলাকায় ৬৪ ফুটবলারের কোভিড পরীক্ষা করিয়েছে ফুটবল ফেডারেশন। তার মধ্যে প্রথম ধাপে ৩৩ জনকে ডেকেছে বাফুফে। তাদের নিয়ে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব ১৭ ও ২০ চ্যাম্পয়নশিপের বাছাই প্রস্তুতি।
ক্যাম্পে যোগ দেয়ার পর একদিনের বিরতি দিয়ে শনিবার বাফুফে টার্ফে নামার অপেক্ষা ফুরোবে নারী ফুটবলারদের। স্বাস্থ্য বিধি মেনে একক ও দলগত দুই ভাগেই হবে ট্রেনিং সেশন।
মার্চ ও এপ্রিলে সূচি নির্বারণ করা হয়েছে এএফসির এই বয়সভিত্তিক দুই টুর্নামেন্টের। বাছাই পর্ব উতড়ানোর পরিকল্পনার সাথে অন্তত একটি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ।
নারীদের সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতায় এবারও ফেডারেশনের উইমেন্স উইং এর দ্বায়িত্ব প্রত্যাশী নবনির্বাচিত সদস্য মাহফুজা আক্তার কিরণ।