ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে শশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ !

মোরশেদ আলম যশোর প্রতিনিধি :
সেপ্টেম্বর ১৬, ২০২০ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

যশোরে দুবাই প্রবাসিনীর স্বামী সুমন হোসেন (৩০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। নিহত সুমন যশোর সদর উপজেলার সানতলা গ্রামের দাউদ হোসেনের ছেলে। ৪ বছর ধরে তিনি শশুর বাড়ি যশোর শহরের সরকারি এমএম কলেজের দক্ষিণগেট এলাকার রেজাউল ইসলামের বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। নিহতের পরিবার তাকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে।
স্থানীয়রা জানান, সুমন হোসেনের স্ত্রী আশা দুবাইতে থাকেন। একারনে সুমন চার বছর যাবৎ শশুর বাড়িতে বসবাস করেন। সোমবার রাতে খেয়ে তার ঘরে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে শাশুরী ডাকাডাকি করে। কিন্তু সুমন ঘুম থেকে না উঠলে শাশুরী প্রতিবেশিদের ডাকেন। প্রতিবেশিরা এসে ঘরের টিনের চাল খুলে দেখতে পায় সুমন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের পিতা দাউদ হোসেন জানান, সুমনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তার পিঠ, ঘাড়সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে ব্যবস্থা নেয়া হবে। আর অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।